16 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ১৯৮৯-৯১ ব্যাচের মিলনমেলা

১৯৮৯-৯১ ব্যাচের মিলনমেলা


বিএনএ, ঢাকা : বৃহস্পতিবার সকালে ঢাকার অদূরে বোট ক্লাবে, ১৯৮৯ এসএসসি ও এইস এস সি-৯১ ব্যাচের ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়  প্রায় ২০০ জন বন্ধু -বান্ধবী উপস্থিত ছিলেন উত্তরার এই ব্যাচটিতে।

এই ব্যাচের অনেকেই আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ডাক্তার, আইনজীবী, প্রশাসনের কমকর্তা। হাজারো ব্যস্ততা ভুলে গিয়ে  তারা মেতে ঊঠেছিল আনন্দ ঊৎসবে। আনন্দ আয়োজনের মাঝে ছিল সকালের নাস্তা, দুপুরে বুফে খাবার, কোকিল কন্ঠে ছিল গায়ক-গায়িকার গান। গান বেজে ঊঠার সাথে সাথে মিঊজিক ও গানের তালে নৃত্য মেতে ঊঠেছিল সকল বন্ধুরা।

ম্যাজিক মানেই অবাক করা দৃশ্য। ম্যাজিকের ম্যাজিকে মুখরিত হয়ে ঊঠেছিল সকল বন্ধুরা। ছিলো র‌্যাফেল ড্র এর ব্যবস্থা।  হাজার টিকিটে দেয়া হয়, কার ভাগ্যে কি পুরুষ্কার পায় জাঁকজমকপূর্ণ  লটারিতে সকলেই তাকিয়ে ছিলো বক্সের দিকে।

১৯৮৯-৯১ ব্যাচের সংগঠক আবু তাহের বলেন,  বন্ধুত্বের সম্পর্ক আজীবন অটুট রাখার জন্য ক্ষুদ্র এই আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত, আগামীতে বন্ধুত্বের এই মিলন মেলা আরো বড়ো আকারে করা হবে।

সারা বাংলাদেশ থেকে ছুটে আসা সকল বন্ধুদের ধন্যবাদ এবং  কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ