16 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অস্বস্তিতে সাদিয়া ইসলাম মৌ

অস্বস্তিতে সাদিয়া ইসলাম মৌ

অস্বস্তিতে সাদিয়া ইসলাম মৌ

বিনোদন প্রতিবেদক: খ্যাতির বিড়ম্বনায় রয়েছেন মডেল সাদিয়া ইসলাম মৌ । ‘আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত জনদেরকেও অনেকে বিরক্ত ও বিব্রত করা হচ্ছে’, গণমাধ্যমকে এ কথা বলেছেন প্রতিষ্ঠিত মডেল সাদিয়া ইসলাম মৌ।

কয়েকদিন আগে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে। এখান থেকেই সৃষ্টি হয়েছে জটিলতা। মৌ নামের মিল রয়েছে তাদের মধ্যে। কিন্তু সমাজে এ ধরনের মৌ নামের অনেকেইতো আছেন। তবে মডেল হিসেবে মৌয়ের নাম এলেই সাদিয়া ইসলাম মৌয়ের নামটি সকলের সামনে চলে আসে। হয়তো একেই বলে খ্যাতির বিড়ম্বনা। গ্রেপ্তার হওয়া মৌ নামের ওই নারী সত্যি মডেল বা অভিনেত্রী কি না সেটা আগে যাচাই করতে বলেছেন সাদিয়া ইসলাম মৌ।

প্রায় একই অভিমত প্রকাশ করেছেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু। তিনি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা যখনই কোনো মডেলের নাম বলি তখন তার পুরো নাম বলা উচিত। কারণ মৌ নামে আমাদের একজন প্রতিষ্ঠিত মডেল আছেন।’

মডেল কাদের বলা যাবে ? মৌ যা বললেন

সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন – তাদেরকেই মডেল বলা যায়। মডেলের খোঁজে আমরা প্রথমে পোর্টফলিও দেখি। সেখানে যাদের নাম পাওয়া যায় তাদেরকে আমরা মডেল বলব। কিন্তু দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই বা তেমন কাজ করা হয়নি তার। এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু বলার নেই।’

এই ‘মৌ’ সেই মৌ নন–এমন হেডলাইনে নিউজ হওয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট মডেল সাদিয়া ইসলাম মৌ ।

বিএনএনিউজ, আরআর খান, জিএন

Loading


শিরোনাম বিএনএ