22 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার লক্ষ্যে কমিটি গঠন

বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার লক্ষ্যে কমিটি গঠন

বশেমুরবিপ্রবিতে অনলাইন পরীক্ষার লক্ষ্যে কমিটি গঠন

বিএনএ,বশেমুরবিপ্রবি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত প্রায় ১৫ মাস যাবৎ বন্ধ রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।  এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বশেমুরবিপ্রবি প্রশাসন।

ইতোমধ্যে অনলাইন পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরির জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামি ৮ আগস্টের মধ্যে নীতিমালা প্রনয়ণ করে উপাচার্যের নিকট জমা দিতে বলা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন কৃষি অনুষদের ডিন ড. মো. মোজাহার আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. রোকনুজ্জামান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রতিনিধি হিসেবে ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, এসিসিই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রণক এস এম গোলাম হায়দার এবং সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী অনলাইন পরীক্ষার পক্ষে ভোট প্রদান করেছেন। প্রায় ১৯ শতাংশ শিক্ষার্থী এসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন চেয়েছেন এবং ১২ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় খোলা পর্যন্ত অপেক্ষা করার পক্ষে মতামত দিয়েছেন।

এর আগে অনলাইন পরীক্ষার বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয় যেহেতু অনলাইন পরীক্ষা গ্রহণ করা শুরু করেছে তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদেরও অনলাইন পরীক্ষার বিষয়ে ভাবতে হবে।”

বিএনএনিউজ/ফাহীসুল হক,মনির

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর