বিএনএ,বিশ্ব ডেস্ক: প্রথমবার যেখান থেকে করোনাভাইরাস ছড়িয়েছে,সেই চীনের উহান শহরে নতুন করে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হতে শুরু করেছে। খবর বেইজিং থেকে এএফপি’র।
মঙ্গলবার(৩আগস্ট)শহরটির সিনিয়র সরকারি কর্মকর্তা লি তাও এক সংবাদ সম্মেলনে জানান, সরকার উহান শহরের ১১মিলিয়ন(১কোটি১০লাখ)বাসিন্দার একযোগে কোভিড-১৯ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।সোমবার সেখানে নতুন করে ৭ জন মাইগ্রেন্ট শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।প্রায় একবছর পর নতুন করে ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমন ছড়াতে শুরু করলে সরকার গণহারে কোভিড টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে।
সেকারণে উহানের সঙ্গে অন্য শহরের সবধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
মধ্য জুলাই থেকে চীনের জিয়ানসু প্রদেশের ২০ শহরে করোনা সংক্রমিত হয়েছে প্রায় ৪শত মানুষ।নানজিং বিমানবন্দরের পরিচ্ছন্ন কর্মী থেকে সেখানে করোনাভাইরাস ছড়ায় বলে মনে করা হচ্ছে।
বিএনএ আজকের খবর, এসজিএন