25 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় নিরাপত্তা প্রহরী নিহত

ট্রাকের ধাক্কায় নিরাপত্তা প্রহরী নিহত

ট্রাকের ধাক্কা

বিএনএ ঢাকা :রাজধানীর শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড় এলাকায় রাস্তায় ট্রাকের ধাক্কায় আজাহার উদ্দিন বেপারী (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, আমরা খবর পেয়ে পশ্চিম ধোলাইপাড় এলাকার রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি পশ্চিম ধোলাইপাড় এলাকার একটি বাসায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর জেলার নুরপুর গ্রামে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ