25 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শেষ হলো বাবু রাকিবের অর্ধ যুগ

শেষ হলো বাবু রাকিবের অর্ধ যুগ


বিএনএ, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো দীর্ঘ ছয় বছর পর। বুধবার (৪ জুলাই) বিকেল ৫ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির ঘোষণা করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।”

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০১৭ সালের ৭ মে ১২ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছিলো।

আংশিক কমিটি গঠনের ৫ বছর ২ মাস পর ২০২২ সালের ৬ জুলাই ঘোষণা করা হয় ৩০৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।

সদ্য মেয়াদোত্তীর্ণ এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিব।

বিএনএ/ রোকন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ