26 C
আবহাওয়া
৯:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ঝালকাঠিতে মুক্তা হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে মুক্তা হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড


বিএনএ বরিশাল: ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্রী বেনজির জাহান মুক্তাকে হত্যার দায়ে প্রেমিক মো. সোহাগ মীরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার) সকাল ১১টায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সোহাগ মীর আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজছাত্রী মুক্তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান প্রেমিক সোহাগ মীর। নিহত বেনজির জাহান মুক্তা (১৯) ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আসামিকে গ্রেপ্তার করার পরে কারাগারে পাঠায়। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৫ মার্চ নলছিটি থানার পরিদর্শক আব্দুল হালিম তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর হোসেন।
বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি

Loading


শিরোনাম বিএনএ