বিএনএ, ঢাকা: গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবনসহ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৪ জুলাই) বাংলাদেশের কপিরাইট অফিসের জন্য ঢাকায় নবনির্মিত কপিরাইট ভবনও উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভিত্তিফলক উন্মোচন ও কপিরাইট ভবন উদ্বোধন করেন।
অন্য পাঁচটি প্রকল্প হলো- পুরান ঢাকার রোজ গার্ডেন, ঢাকার কবি নজরুল ইনস্টিটিউট ভবন, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও কিশোরগঞ্জের মিঠামইনের আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ময়মনসিংহের মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র এবং জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার।
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক সচিব খলিল আহমদ।
বিএনএনিউজ/বিএম/এইচ এইচ