বিএনএ ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে সড়কপথে প্রথমবারের মতো পিতৃভূমি গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
সোমবার (৪ জুলাই) গণভবন থেকে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা করেন। সকালে গণভবন থেকে স্বপরিবারে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন প্রধানমন্ত্রী। এরপর পদ্মা সেতুতে কিছু সময় পার করে জাজিরা প্রান্তের ফলকে দাঁড়ান। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর গাড়ি বহর টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে।
বঙ্গবন্ধুসহ পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।
এদিকে, তার সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
বিএনএনিউজ২৪/এমএইচ