27 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে শিরোপা উদযাপন অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১১

ভারতে শিরোপা উদযাপন অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১১


বিএনএ, বিশ্বডেস্ক : দীর্ঘ ১৮ বছরের স্বপ্ন মঙ্গলবার রাতে বাস্তবে রূপ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে বিরাট কোহলিরা আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছে।

তবে শিরোপা জয় বিষাদে পরিণত হলো পরদিনই। বুধবার (৪ জুন) দুপুরে বেঙ্গালুরুতে ট্রফি নিয়ে পৌঁছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলিদের শিরোপা উল্লাসে যোগ দিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অন্তত ১১ জন।

টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স জানিয়েছে ৭ জনের মৃত্যুর কথা, অন্যদিকে এনডিটিভি-র দাবি, এই সংখ্যাটি ১১—যাদের অধিকাংশই তরুণ এবং নারী। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি, যাঁদের অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মূলত বিকেল ৫টায় কর্ণাটক বিধান সৌধ থেকে শুরু হওয়ার কথা ছিল বিজয় প্যারেড, যেটি চিন্নাস্বামী স্টেডিয়ামে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঙ্গালুরু পুলিশ ট্রাফিক জটের অজুহাতে প্যারেডের অনুমতি বাতিল করে। আয়োজনটি স্থানান্তরিত হয় স্টেডিয়ামের ভেতরে। যেখানে প্রবেশাধিকার ছিল সীমিত, কিন্তু তাতে জনস্রোতকে থামানো যায়নি। অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবাকুমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি অতিরিক্ত জনসমাগমের জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পাঁচ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু এটা ছিল এক আবেগপ্রবণ তরুণ ভিড়। ওদের ওপর বলপ্রয়োগ করা যেত না।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ