25 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে দুই শিশু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে দুই শিশু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু, দুই শিশু হাসপাতালে

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরে ডুবে রাইছা মণি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক পুকুরে ডোবার ঘটনায় আরও দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ জুন) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে উত্তর ধূরুং আকবর বলির পাড়ায় মো. রিয়াদের কন‍্যা শিশু রাইছা মণি সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ এদিক-ওদিক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে সন্ধান মিলে। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. জয়নাব বেগম শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একইদিন বিকেল ৫টার দিকে উপজেলার সদর বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়ায় পানিতে ডুবার ঘটনায় সহোদর ভাই আব্দুল কাদের ও রুহুল কাদেরের দুই ছেলে যথাক্রমে ১৭ মাস বয়সী মোহাম্মদ ও ৩ বছর বয়সী ইমাদকে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা সুস্থ আছে বলে জানান ডা. জয়নাব বেগম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ