বিএনএ, চট্টগ্রাম :হাটহাজারীর মেখলে নিজের মালিকানাধীন জায়গা দখলের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন। এ ছাড়া আরও ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। রোববার(৪ জুন) মীর নাছিরের পক্ষে তাঁর কেয়ারটেকার মো: নুরুল ইসলাম বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
মামলায় আসামিরা হচ্ছে চন্দন কুমার ধর (৪২), আদিত্য দাশ(৩৮), সরোজ রায় (৪০)লাভলু আচার্য্য(৩৫), কার্তিক চন্দ্র দে(৪০), শ্রী কল্পতরু(৪৫), কমল কান্তি দত্ত(৪০)। এরা সবাই হাটহাজারী থানার মেখল ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন হাটহাজারীর মেখলে অবস্থিত বাদীর মালিকানাধীন জায়গা দখল করতে যায় অভিযুক্তরা। তারা সীমানা দেয়াল ভাংচুর করে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ছাড়া অভিযুক্তরা পুকুরের মাছ এবং পুকুরপাড়ে লাগানো গাছ কেটে নিয়ে যায়। এ সময় বাদীর কেয়ারটেকার নুরুল ইসলাম বাধা দিলে তাকে আসামিরা মারধর করে। ভবিষ্যতে কেউ বাধা দিলে তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী পিবিআইকে এ মামলা তদন্ত করে ২৮ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বিএনএ/ওজি