30 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ফেনীতে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ফেনীতে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চুরি, ডাকাতি, হত্যার চেষ্টা, অপহরণ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শেখ ফরিদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৩ জুন) ফেনী মডেল থানার লালপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ তথ্য জানায়।

গ্রেপ্তার শেখ ফরিদ ফেনী জেলার সোনাগাজী থানার পশ্চিম চরকান্দিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ রোববার (৩ জুন) ফেনী মডেল থানার লালপোল এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, হত্যার চেষ্টা, অপহরণসহ ১৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শেখ ফরিদকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শেখ ফরিদ উক্ত মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, ধৃত আসামী ফেনীসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এছাড়া সে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে ফেনীসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। প্রাথমিকভাবে সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ১৬ টি মামলার তথ্য পাওয়া যায়। যার মধ্যে ফেনী জেলার সোনাগাজী থানায় ১২ টি, ফেনী সদর থানায় ১ টি ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় ৩ টি। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ