27 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যে কারণে কবিরাজ পিতাকে খুন করলো পুত্র

যে কারণে কবিরাজ পিতাকে খুন করলো পুত্র

গোলাম হোসেনের দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলম

লালমনিরহাট:  কালীগঞ্জ উপজেলার অচিনতলা গ্রামের কবিরাজ গোলাম হোসেনের হত্যার কোন ক্লু খুঁজে পাচ্ছিল না পুলিশ।সময় গড়িয়ে যায় দীর্ঘ চার বছর।ঘটনার পর নিহতের বড় ছেলের দায়ের করা মামলায় তদন্তকাজ শুরু করলেও পুলিশ কোনো রহস্য খুঁজে পায় নি। দীর্ঘ চার বছরে ছয়জন তদন্তকারী কর্মকর্তা মামলাটির রহস্য উদ্ঘাটন করতে পারেননি।

২০২২ সালের মার্চ মাসে সপ্তম তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন সিআইডির উপপরিদর্শক জায়েদুল ইসলাম জাহিদ। দায়িত্ব নিয়ে এ মামলার সন্দিগ্ধ আসামি গোলাম হোসেনের দ্বিতীয় ছেলে জাহাঙ্গীর আলমকে গত ১০ এপ্রিল আটক করে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করলে সুকৌশলী জিজ্ঞাসাবাদে তাঁর বাবাকে হত্যার কথা স্বীকার করেন।

যে কারণে কবিরাজ পিতাকে খুন করলো পুত্র

লালমনিরহাট জেলার (সিআইডির) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রামে কবিরাজি করতেন জাহাঙ্গীর আলমের বাবা গোলাম হোসেন। ২০০৯ সালে ছেলে জাহাঙ্গীর আলমকেও যৌনক্ষমতার কবিরাজি ওষুধ দেন, যা সেবন করে জাহাঙ্গীর যৌনক্ষমতা হারিয়ে ফেলেন। পরের বছর বিয়ের পর ছেলে জাহাঙ্গীর বিষয়টি বুঝতে পেরে বাবার ওপর ক্ষুব্ধ হন। যৌনক্ষমতা নষ্টের কারণে স্ত্রীর সঙ্গেও বনিবনা ছিল না তাঁর। বিবাদ-কলহ লেগেই থাকত তাঁদের সংসারে। জাহাঙ্গীরকে রেখে তাঁর স্ত্রী ঢাকায় পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি নেন। এতে কবিরাজ বাবার ওপর ক্ষোভ বেড়ে যায় ছেলে জাহাঙ্গীরের। তাঁর ধারণা কবিরাজ বাবাকে মেরে ফেললে পুনরায় যৌনক্ষমতা ফিরে পাবেন। সেই ধারণা থেকে বাবাকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর।

যেভাবে খুন হন কবিরাজ 

সিআইডি কর্মকর্তা বলেন, ২০১৮ সালের ৩১ জুলাই স্ত্রী ঢাকায় থাকায় এবং ওই দিন হালকা বৃষ্টি হওয়ায় রান্নাঘর থেকে দা নিয়ে বাবা গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করেন ছেলে জাহাঙ্গীর। এরপর বাবার দেহ বাড়ির পাশে লুকিয়ে ফেলার পরিকল্পনা করেন। কিন্তু এমন সময় বাবার গোঙানিতে বড় ভাই-ভাবি টের পেয়ে যান। সে সময় জাহাঙ্গীর সুকৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ