বিএনএ, স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির সঙ্গে ড্র করল আর্জেন্টিনা। শুক্রবার ঘরের মাঠেও ব্যর্থ মেসির দল। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। স্পটকিকে মেসি এমনিতে ‘দুর্বল’। মাঝে মাঝে শটও নেন না। কিন্তু এদিন নিজেই এগিয়ে এলেন। তাতে সফলও হন।
এরপর সমতা টানেন চিলির আলেক্সিস সানচেস। ৩৬তম মিনিটে সমতায় ফেরে চিলি। চার্লেস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাটব্যাকে বল পান সানচেস। অরক্ষিত এই স্ট্রাইকার ফাঁকা জালে বল পাঠানোর কাজটা সারেন অনায়াসে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে তার প্রথম গোল।
প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধে মেসি প্রাণপণ চেষ্টা করেও দলকে পূর্ণ পয়েন্ট এনে দিতে পারেননি। একবার তার শট পোস্টেও লাগে।
বাছাই পর্বের পাঁচ ম্যাচে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দলটি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। শনিবার তারা মুখোমুখি হবে ৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা একুয়েডরের।
বিএনএনিউজ/এইচ.এম।