22 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » সুন্দরবনে ভয়াবহ আগুন

সুন্দরবনে ভয়াবহ আগুন

সুন্দরবনে ভয়াবহ আগুন

বিএনএ, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনের ভেতরে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৪ মে) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বনকর্মী ও স্থানীয় গ্রামবাসীরা। তবে কীভাবে বনের ওই এলাকায় আগুন লেগেছে তা জানাতে পারেনি বনবিভাগ।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলি দিয়ে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। এরপরই তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দেন।

পূর্ব সুন্দরবন বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, তবে আগুন কীভাবে লেগেছে তা এখনি বলা যাচ্ছে না। বনের ওই এলাকায় কী ধরনের বনজ গাছপালা রয়েছে তাও এখনো বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।

বিএনএ / এমএফ,এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ