25 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নৌকার প্রচারণায় ববি ছাত্রলীগের মিছিল

নৌকার প্রচারণায় ববি ছাত্রলীগের মিছিল


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নৌকার পক্ষে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। বুধবার (৩ মে) দুপুর ১ টায় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে শোভাযাত্রা বের করেন তারা।

বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান ওরফে বাকি এ অংশের নেতৃত্বে আছেন। শোভাযাত্রাটি টিএসসির সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। এতে নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়৷

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী রাব্বি খান (রাজ) বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আজকের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে নৌকার প্রচারণা জন্য। জননেত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ভাইয়ের এর পাশে থেকে আমরা নৌকাকে জিতিয়ে আনবো।

ছাত্রলীগের এ অংশের নেতৃত্বে থাকা অমিত হাসান রক্তিম বলেন, আমরা মূলত দুইটি বিষয়কে সামনে রেখে আজকের শোভাযাত্রা করেছে৷ একটি প্রধানমন্ত্রীর মন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি অন্যটি নৌকার পক্ষে প্রচারণার জন্য আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নৌকার পাশে আছি সেটার জানান দিয়েছি ৷

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এক যুগেও ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে মহিউদ্দীন আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছিলেন। আরেকটি পক্ষের নেতৃত্বে আছেন আলীম সালেহী ও অন্যরা। তাঁরা উভয়ই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।

অন্যদিকে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী ছাত্রলীগের আরেকটি পক্ষ ক্যাম্পাসে থাকলেও গতকয়েক বছর তাঁরা ক্যাম্পাসে আসতে পারে নি। ওই পক্ষের নেতৃত্বে আছেন অমিত হাসান ওরফে রক্তিম ও ময়িদুর রহমান ওরফে বাকি। মহিউদ্দীন আহমেদের ওপর হামলার ঘটনায় আলীম সালেহী ও তাঁর সমর্থকদের নামে মামলা হয়েছিল। ওই মামলায় আলীম সালেহীসহ তিনজন ঘটনার পর গ্রেপ্তার হন।পরে তাঁরা জামিনে মুক্তি পান। এদিকে হামলায় আহত হওয়ার পর মহিউদ্দীন সিফাতও এখন ক্যাম্পাসের রাজনীতি থেকে বাইরে রয়েছেন। ওই স্থান দখল করেছেন তাঁরই অনুসারী তাহমিদ জামান। কিন্তু বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ কে নৌকার মনোনয়ন দিলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী রক্তিম -বাকি গ্রুপ ক্যাম্পাসে সক্রিয় হয়েছেন ৷

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ