26 C
আবহাওয়া
৫:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » দিঘিতে গোসলে নেমে উপ-কর কমিশনারের মৃত্যু

দিঘিতে গোসলে নেমে উপ-কর কমিশনারের মৃত্যু


বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘিতে সাঁতার কাটতে গিয়ে ডুবে উপ-কর কমিশনার ওমর ফারুক মাসুমের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে এবং ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক মাসুম এবং তার ৬ বন্ধু ও সহকর্মী মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘির মাঝখানে যান। ছয় বন্ধু ও সহকর্মী পাড়ে ফিরে এলেও তিনি ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার খোঁজ শুরু করেন। সন্ধ্যা ৬টায় মাসুমের মরদেহ উদ্ধার করে।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, বন্ধুরা তীরে ফিরলেও মাসুম ফিরতে পারেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ