বিএনএ, বিশ্ব ডেস্ক : হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬০ তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছেন সরকারি বাহিনীরও ৪০ সদস্য। আফগান সরকার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে একে একে সব সেনাঘাঁটি আফগানিস্তানের সেনাবাহিনীকে বুঝিয়ে দিয়ে দেশটি ছেড়ে চলে যাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর কাছ থেকে নিজেদের দখলে নেওয়ার পরই তালেবানদের ওপর অভিযান শুরু করেছে আফগান বাহিনী।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব সফল অভিযান চালিয়েছে। গত ২৪ ঘন্টায় এসব অভিযানে ৬২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন জানান তিনি।
বিএনএনিউজ/জেবি