বিএনএ, স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। ঘরের মাঠের সেই সুযোগ তো নিতে পারেনি উল্টো টুর্নামেন্ট থেকে শোচনীয়ভাবে ছিটকে গেছে। টুর্নামেন্টে জয় ছাড়াই ছিটকে যাওয়ার পর গুঞ্জন ওঠে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেই গুঞ্জনই আজ অনেকাংশে সত্যি হয়েছে।
অর্থাৎ, যা রটে তার কিছুটা হলেও ঘটে টাইপের। কিউই সফরের একটি সংস্করণে নেই বাবর-রিজওয়ান। সেই সংস্করণটি হচ্ছে টি-টোয়েন্টি। দুজনকে ছাড়াই দল ঘোষণা করেছে পাকিস্তান।
সীমিত সংস্করণে জায়গা হয়নি পেসার নাসিম শাহরও। সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব দেবেন আগা সালমান। আর প্রায় নয় মাস পর দলে জায়গা পাওয়া শাদাব খান তার ডেপুটি হয়েছেন।
ওয়ানডে সংস্করণে অবশ্য তিনজনই আছেন। তবে দলে নেই বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এ সংস্করণে যথারীতি নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলের বিপরীতে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান। অবশ্য টি-টোয়েন্টি সিরিজ শেষ আরেকজনকে ওয়ানডে দলে যোগ করবে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৬ মার্চ।
আর তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে ২৫ মার্চ।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আগা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ–অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নেওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলী, মোহাম্মদ হারিস, ইরফান খান, ওমেইর বিন ইউসুফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও উসমান খান।
পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান (সহ–অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম–উল–হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।
বিএনএনিউজ/ বিএম