29 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

করোনায় মৃত দুই কর্মকর্তার পরিবারকে অর্থ সাহায্য দিলো ঢামেক

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে তারায় সরদার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাসান (২৫) নামে আরও একজন। মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট ১ নম্বর গলির মাথায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তারায় সরদারকে বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে তারেক হাসান নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ এর তারে শক খেয়ে নিচে পড়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

তারেক সরদার মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডার চর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাট এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ