30 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালু তোলার ড্রেজারের দুই পাইপের মাঝ থেকে অজ্ঞাতনাম এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ। সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালীর থানার ফিরিঙ্গী বাজার ব্রিজঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা গেঞ্জি। মরদেহটি অর্ধগলিত হওয়ায় দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ