বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে লাগানো গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২ মার্চ) জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষরা রাতের কোন এক সময় এ ঘটনা ঘটায় বলে অনুমান করেন ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন । এ ঘটনায় সোমবার (৩মার্চ) ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন থানায় বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, বটতলী ইউনিয়নের মৃত ছৈয়দ আহামদ ছেলে মোঃ শফি (৪৭), মোঃ আলীর ছেলে মোঃ রাজু (২০), মোঃ আলীর স্ত্রী লুৎফর নাহার (৪৫), সুমি আক্তার (৩৮), মৃত ছৈয়দ আহামদের ছেলে মোঃ শাহাদাৎ (৫২) ও তার ভাই মোঃ জাহাঙ্গীর (৪০)। এ ঘটনায় আরো অজ্ঞাতনামা ২০/৩০ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ জামাল উদ্দিন সিকদারের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল প্রতিপক্ষ লোকজনের সাথে। এই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর মধ্যে দখলে থাকা তার জায়গায় চাষাবাদ করার সিদ্ধান্ত পাওয়ার পর উক্ত জায়গায় কলা গাছ, পেপে গাছ, মরিচ চারা, টমেটো চারা সহ বিভিন্ন ধরণের সবজি চাষ করা হয়। এসব গাছের ফসল নষ্ট করা হয়। উল্টো বিবাদীরা আরো বলে, এই জায়গায় যতবার চাষাবাদ করবে ততবার সকল চাষাবাদ নষ্ট করা হবে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নাই। অভিযোগ দেখে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী