17 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » উখিয়ায় করাত কল উচ্ছেদ, কাঠ জব্দ

উখিয়ায় করাত কল উচ্ছেদ, কাঠ জব্দ


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অবৈধ করাত কল ও গোলকাঠ জব্দ করেছে প্রশাসন। রোববার (৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়ার হলদিয়াপালং বিটের আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সালেহ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, দৌছড়ী বিট কর্মকর্তা মো:সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, হলদিয়াপালং বিট কর্মকর্তা সৈয়দ আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনকর্মীরা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ করাতকল উচ্ছেদ করে সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধ ২০ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়। এবিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ