14 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেল সংঘর্ষ, আহত দুই

বিএনএ,রাঙামাটি: রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোঃ আরিফ (২৫) নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন গুরুতর আহত হন। শনিবার (৪ মার্চ) দুপুরে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বটতলা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২ টার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়নের বটতলা এলাকায় মোটরসাইকেল ও জিপ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। এ দিকে উন্নত চিকিৎসার জন্য মোঃ শাহেদকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত মোঃ আরিফ বাঙ্গালহালিয়ার বাসিন্দা মোঃ রবি হোসেনের ছেলে ও আহত মোঃ শাহেদ শীলক ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। জিপ গাড়িটি আটক হলেও চালক পালিয়ে যান বলে তিনি জানান।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ