18 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় বিজিবি বাস-লেগুনা সংঘর্ষে দুজন নিহত

চকরিয়ায় বিজিবি বাস-লেগুনা সংঘর্ষে দুজন নিহত


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার আজিজনগর এলাকায় বিজিবির বাস ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী।

নিহতরা হলেন- নজরুল ইসলাম ও মোহাম্মদ হামিদ উল্লাহ। তারা চকরিয়া উত্তর হারবাংয়ের করম মুহরি পাড়ার বাসিন্দা।  আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা লেগুনা গাড়ির যাত্রী ছিলেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, সকালে লেগুনা গাড়িটি মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ হেফাজতে রেখেছেন দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ