32 C
আবহাওয়া
১০:৪৮ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাশিয়ার প্রমোদতরি জব্দের কথা অস্বীকার জার্মানির

রাশিয়ার প্রমোদতরি জব্দের কথা অস্বীকার জার্মানির


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার বিলাসবহুল একটি প্রমোদতরি জব্দের কথা অস্বীকার করেছে জার্মানি। হামবুর্গ শিপইয়ার্ডের কর্মকর্তারা ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন, রাশিয়ার কোনো প্রমোদতরি জব্দ করা হয়নি। এ সংক্রান্ত যেসব খবর ও প্রতিবেদন প্রচার হয়েছে তা ভিত্তিহীন।

এর আগে রয়টার্সসহ কয়েকটি বার্তা সংস্থা দাবি করেছিল, রাশিয়ার ধনকুবের আরিশার উসমানোভের মালিকানাধীন ‘দিলবার’ প্রমোদতরিটিকে হামবুর্গ শিপইয়ার্ড থেকে জার্মান কর্তৃপক্ষ জব্দ করেছে।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন যেসব রুশ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদেরই একজন উসমানোভ। নিষেধাজ্ঞা অনুসরণ করে ঐ ধনকুবেরের প্রমোদতরি জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। এরপরই জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন খবরকে ভিত্তিহীন বলে ঘোষণা করেছে।

দিলবার প্রমোদতরির মূল্য ৬০ কোটি মার্কিন ডলার। এর মালিক উসমানোভ রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘনিষ্ঠতার কারণে ইউরোপীয় ইউনিয়ন উসমানোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

দিলবার নামের প্রমোদতরিটি ৫১২ ফুট লম্বা। ওজনের দিক থেকেও এটি বিশ্বের বৃহত্তম মোটর ইয়ট হিসেবে বিবেচিত। এটির ওজন ১৫ হাজার ৯১৭ টন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ