বিএনএ আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের দ্বারা দখলকৃত শহরগুলোতে নিরীহ নারীদের ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমন অভিযোগ তুলেছেন। বার্তা সংস্থা রয়টার্সসহ বিশ্ব গণ্যমাধ্যমে তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা নারীদের ধর্ষণের বিষয়ে অকাট্য কোন প্রমাণ দিতে পারেননি। তবে রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন তিনি। বলেন, রুশ সেনারা যেসব শহরে তান্ডব চালিয়েছে সেখানে থাকা নারী ও শিশুদের নির্যাতন করছে।
যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে কুলেবা আরও বলেন, শহরের পর শহর বোমা ফেলে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া। ইউক্রেনের অর্থনীতি ধ্বংসের পাশাপাশি নারীর উপর নির্যাতন শুরু করে করেছে রুশ সৈন্যরা। তাদের সৈন্যদের দ্বার নিয়ন্ত্রিত শহরে নারীদের নির্বিচারে ধর্ষণ করা হচ্ছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন ও মানুষ হত্যার জন্য রাশিয়াকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
বিএনএ/ এ আর