বিএনএ, দিনাজপুর : দিনাজপুর জেলা আইন সমিতির সাধারণ সভাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। সমিতির বর্তমান ও সাবেক কমিটির দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত সাত জন আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সদস্য সারওয়ার আহমেদ বাবু, রাজিউর রহমান, হাবিবুল্লাহসহ সাত জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বর্তমান কমিটির মেয়াদ চৈত্র মাসে শেষ হচ্ছে। বর্তমান কমিটি মেয়াদ বাড়াতে চাইলেও, আপত্তি জানায় অন্যপক্ষ। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। চলে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর। তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অন্তত সাত আইনজীবী আহত হয়েছেন। দু’জনকে ভর্তি করা হয়েছে এম আব্দুর রহিম মেডিকেলে।
বিএনএনিউজ/ এইচ.এম।