৭:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » এক ওভারে ছয় ছক্কা পোলার্ডের!

এক ওভারে ছয় ছক্কা পোলার্ডের!

এক ওভারে ছয় ছক্কা পোলার্ডের!

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড আবারও দেখিয়ে দিয়েছেন যে টি টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর চেয়ে  বড় হিটার খুব কম রয়েছে। এক ওভারে হাঁকালেন ছয় ছক্কা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ কীর্তি গড়লেন কাইরন পোলার্ড। অ্যান্টিগায় প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে পোলার্ড আকিলা ধনঞ্জয়ের এক ওভারে ছয়টি ছক্কা মারেন। আকিলা ধনঞ্জয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় তার দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক করেছিলেন এবং তৃতীয় ওভারে পোলার্ড তার হ্যাটট্রিকের খুশিকে দুঃখে রূপান্তরিত করেছিলেন।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে ৩৯ ও ৩৩ রান করে আউট হন নিসাঙ্কা ও ডিকওয়েলা।

জবাবে ব্যাট করতে নেমে আকিলা ধনঞ্জয়ার দাপুটে বোলিং-এ শুরুতে খানিকটা বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। পরপর তিন বলে এভিন লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরানের উইকেট তুলে নিয়ে চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন ধনঞ্জয়া। তবে তার বলেই এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে উইন্ডিজদের জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক কাইরন পোলার্ড। পোলার্ড আকিলা ধনঞ্জয়ের বলে লং অনে প্রথম ছয়, দ্বিতীয়টি সোজা, তৃতীয়টি লং অফ, চতুর্থটি মিড উইকেট, পঞ্চমটি স্ট্রেইট এবং ষষ্ঠটি মিড উইকেট দিয়ে ছয় মেরেছিল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩১/৯ (ডিকভেলা ৩৩, গুনাথিলাকা ৪, নিসানকা ৩৯, চান্দিমাল ১১, ম্যাথিউস ৫, থিসারা ১, হাসারাঙ্গা ১২, বান্দারা ১০, দনাঞ্জয়া ৯*, চামিরা ২; সিনক্লেয়ার ৩-০-২৬-১, এডওয়ার্ডস ৪-০-২৯-১, হোল্ডার ৪-০-১৯-১, ম্যাককয় ৪-০-২৫-২, ব্রাভো ৪-০-২৬-১, অ্যালেন ১-০-৪-১)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৩.১ ওভারে ১৩৪/৬ (সিমন্স ২৬, লুইস ২৮, গেইল ০, পুরান ০, পোলার্ড ৩৮, হোল্ডার ২৯*, অ্যালেন ০, ব্রাভো ৪*; ম্যাথিউস ১-০-১৯-০, দনাঞ্জয়া ৪-০-৬২-৩, চামিরা ৩-০-২৯-০, হাসারাঙ্গা ৪-০-১২-৩, বান্দারা ১-০-২-০, প্রদিপ ০.১-০-৬-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ