বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে মাটি পেলে জোরপূর্বক জায়গা দখল করার সময় নারী পুরুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাটি ভরাটে বাঁধা দিলে তাদের ওপর হামলা করা হয় বলে জানান আহতরা। এঘনায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন নারী পুরুষ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার সময় উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী চেমন আরা বেগম (৫২) ৪জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন, বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা, মোঃ ইউসুফ (৬০), মো: সৈয়দ নুর (৬৫), খালেদ বিন ইউসুফ (২৮), হোসাইন বিন ইউসুফ (২৫)।
এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার সময় ভুক্তভোগীদের একটি জায়গায় জোরপূর্বক প্রায় ১০ ট্রাক মাটি ফেলে ভরাট করতে থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা-নিষেধ দিলে বিবাদীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে তারা ভুক্তভোগীদের হত্যার হুমকি দেয়। পরবর্তীতে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী চেমন আরা বেগম বলেন, তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার ও হামলার হুমকি দিয়ে আসছে। গতকাল রাতে হঠাৎ করে ভাড়া করা সন্ত্রাসী এনে জায়গা দখল করতে চাই তারা। এসময় তারা আমাদের মারধর করে। পরে আমরা পুলিশের আশ্রয় নিয়েছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, গতকাল রাতে এরকম একটা ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ছিলাম। আজকে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিএনএনিউজ/ নাবিদ