বিশ্ব ডেস্ক: আফগানিস্তানে নারী শিক্ষা নিষিদ্ধের বিপক্ষে নবীজীর (সা.) সময়কার কথা বলে বিপাকে পড়া এক তালেবান মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি হলেন,উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।
গত ২০ জানুয়ারি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত প্রদেশে একটি ‘গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠানে তালেবান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই মেয়েদের শিক্ষার ওপর সরকারি নিষেধাজ্ঞার সমালোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, না এখন, না ভবিষ্যতে।’ তিনি বলেন, ‘আমরা ২০ মিলিয়ন মানুষের সঙ্গে অন্যায় করছি।’
নারী শিক্ষার পক্ষে প্রকাশ্যে কথা বলায় গ্রেপ্তার ও ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি।
মোহাম্মদ আব্বাস স্তানিকজাই আরও বলেছিলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)–এর জমানায় নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। (তখন) সেখানে এত অসাধারণ সব নারী ছিলেন যে আমি যদি তাঁদের অবদান সম্পর্কে বিস্তারিত বলতে যাই, তাহলে অনেক সময় লাগবে।’
এছাড়াও, ইসলামের ইতিহাসে মোহাম্মদ (সা.) এর সময়ে মহিলাদের শিক্ষায় গুরুত্ব প্রদানকারী বিদ্বানদের ভূমিকা উল্লেখ করেন তিনি।
স্তানিকজাই পরে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি দুবাই সফর করছেন চিকিৎসার উদ্দেশ্যে। তবে তালেবান সরকার এখনো তার এ আকস্মিক বিদেশযাত্রা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
২০২১ সালে ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তালেবান নারী অধিকার ব্যাপকভাবে সীমিত করে। এছাড়া মহিলাদের শিক্ষা, কর্মসংস্থান এবং জনসমক্ষে জীবনযাপন, খেলা করা নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপগুলো সারা বিশ্বে প্রতিবাদ সৃষ্টি করেছে। সূত্র :দি গার্ডিয়ান
বিএনএ,এসজিএন,শাম্মী