বিএনএ, ঢাকা : সিরাজগঞ্জের তাড়াশ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে রাজধানীর কলাবাগান থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর সদস্যরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে কলাবাগান থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।