18 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর সম্রাট নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর সম্রাট নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফেনীর সম্রাট নিহত

বিএনএ, ফেনী: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সম্রাট হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় সৌদি আরবের আল কাসিম হইল শহরের শেহরি নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট ফেনী জেলার ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, প্রতিদিনের মত সকাল ১০ টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভুমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মারা যান তিনি।

জীবিকার তাগিদে ৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি, সর্বশেষ ২ বছর আগে দেশ থেকে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। আসছে রমজানে দেশে আসার কথা ছিল তার। সম্রাটের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ