25 C
আবহাওয়া
১২:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানী জুড়ে থাবা পার্টি আতঙ্ক; গ্রেপ্তার ১৬

রাজধানী জুড়ে থাবা পার্টি আতঙ্ক; গ্রেপ্তার ১৬

থাবা পার্টির ১৬ জন গ্রেপ্তার

বিএনএ: রাজধানী জুড়ে আতঙ্কের নাম ছোঁ বা থাবা পার্টি। নগরীর ১৬টি স্পটে এই পার্টির সদস্য শতাধিক। তাদের নিয়ন্ত্রণ করে তিন মহাজন। সম্প্রতি থাবা পার্টির ১৬ সদস্য গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, রাজধানীর মহাখালী থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ১৬টি স্পটে ওঁত পেতে থাকে থাবা পার্টির সদস্যরা। এর মধ্যে আমতলী, বনানী, খিলক্ষেত, বিমানবন্দর এলাকা, উত্তরা এবং আব্দুল্লাহপুরে এই চক্র বেশি সক্রিয়।

ডিবিপ্রধান জানান, একজনের কাঁধে ভর করে আরেকজন উঁকি দেয় বাসের জানালায়। কিছু বুঝে ওঠার আগেই ছোঁ মেরে নিয়ে যাচ্ছে হাতের মোবাইল। বাস, প্রাইভেটকার ও সিএনজিতে চলাচলের সময় প্রতিনিয়ত বিপদে পড়ছেন অনেকে।

রাজধানী জুড়ে থাবা পার্টি আতঙ্ক; গ্রেপ্তার ১৬
একজনের কাঁধে উঠে আরেকজন ছিনতাই করে মোবাইল

ডিবিপ্রধান জানান, এই চক্রটিকে যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় মহাজন। এরকম মহাজন আছেন তিনজন। প্রতিদিন ছিনতাইকৃত সব মোবাইল আসে এই তিনজনের কাছে। এই মোবাইলের ক্রেতা আছে এক ডজনেরও বেশি। আইএমইআই পরিবর্তন অথবা যন্ত্রাংশ আলাদা করে তারা বিক্রি করে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ