বিএনএ, ঢাকা: মাঘের শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও নেমেছে বৃষ্টি, সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। এদিকে ভরদুপুরে সন্ধ্যার আবহ বিরাজ করছে ঢাকায়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে। মধ্যরাত থকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালও একই স্থানে রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ৫ ডিগ্রি।
বিএনএ/এমএফ