বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আধুনিক ক্যান্সার হাসপাতাল গড়তে মায়ের নামে এক লক্ষ টাকার অনুদান দিয়েছেন ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (হাসপাতালের আজীবন সদস্য) এএসএম আজিম উদ্দিন পিভিএম ও ডা শারমীন শরীফ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হাতে মরহুমা সৈয়দা বেগমের নামে চেক হস্তান্তর করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক সিনিয়র সিটিজেন,দাতা ও সুধী সমাজ প্রায় দশকোটি টাকার তহবিল দান করেছেন আধুনিক ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য । হাসপাতালটিতে থাকবে আধুনিক চিকিৎসা ও উচ্চশিক্ষা গবেষণা কোর্স ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে মুজিববর্ষে দক্ষিণ চট্টগ্রামের ১৫ আনসার ব্যাটালিয়ন পটিয়া সদর দপ্তরে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ‘মুজিব কানন’ স্মৃতিফলকের রেপ্লিকা উপহার তুলে দেন মুজিবকাননের নকশাকার শিল্পী ব্যাটালিয়ন অধিনায়ক এসএম আজিম উদ্দিন । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার হাসপাতাল কমিটির চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব রেজাউল করিম আজাদ । বক্তব্য রাখেন চমেক হেমাটোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা গোলাম রাব্বানী , মা শিশু মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা এএস মুশতাক আহমদ , প্রকল্প পরিচালক প্রফেসর ইন্জিনিয়ার আলী আশরাফ , লায়ন কামরুন মালেক ,ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুর্শেদ হোসেন ,জেনারেল সেক্রেটারী ডা আন্জুমান আরা ইসলাম, ইন্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী ,পরিচালক ডা নুরুল হক , রাজনীতিবিদ আলতাফ হোসেন বাচ্চু , ডোনার এএম নুরুদ্দিন প্রমুখ ।
বিএনএনিউজ/এইচ.এম।