বিএনএ ডেস্ক :বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা রহমান। শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে নেওয়া হয় তার মরদেহ। কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরা।দুপুর ১ টার দিকে এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রঙ্গনে। দুপুর আড়াইটার দিকে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে আজ বিকেল ৩টা ১৫ মিনিটে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালি দিনের নন্দিত অভিনেত্রী অঞ্জনা রহমান।
অঞ্জনা রহমান তার ক্যারিয়ারে ৩ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তিনবার পেয়েছেন বাচসাস পুরস্কার।
বিএনএ/ ওজি/এইচমুন্নী