28 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু রোববার

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু রোববার

রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু রোববার

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন রোববার (৫ জানুয়ারি) শুরু হবে। এ দিন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আগামী ১৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিগত বছরের ন্যায় এবারও রাবিতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫৫ টাকা অনলাইনে পরিশোধ করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রাথমিক বাছাইয়ে মনোনীত হলে তারা পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক শাখার আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখায় এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

জিসিই ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে।

আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুন না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রাথমিক যাচাইবাছাই শেষে চূড়ান্ত আবেদন ২১ জানুয়ারি শুরু হবে এবং চার ধাপে ৭ ফেব্রুয়ারি শেষ হবে। অনলাইনে চূড়ান্ত পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান ও মানবিক ইউনিটে ১ হাজার ৩২০ টাকা এবং ব্যবসা ইউনিটে ১ হাজার ১০০ টাকা ফি দিতে হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকায় ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সব ইউনিটে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ এবং ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৯২ হাজার করে ভর্তিচ্ছু অংশগ্রহণ করতে পারবেন। ১০০ নম্বরের বহুনির্বাচনি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য এবং আবেদন প্রক্রিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ করা যাবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হৃদয় তরুয়া হত্যা মামলায় মধ্যরাতে যুবলীগ নেতা এরশাদ গ্রেপ্তার মবের শিকার কোতোয়ালির সাবেক ওসি নেজাম! রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার