28 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, মাদারীপুর : মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইন পার হচ্ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও ইসরায়েল কতবার আল জাজিরার কার্যক্রম বন্ধ করেছে?