বিএনএ ডেস্ক: কুয়াশার চাদর গায়ে মুড়িয়ে প্রকৃতিতে জেঁকে বসছে শীত। দিনের বেলায়ও তাই দীর্ঘসময় মেঘের আড়ালেই লুকিয়ে থাকছে সূর্য। কুয়াশা আর সূর্যের এমন লুকোচুরির মাঝেই চোখ রাঙাচ্ছে শৈত্যপ্রবাহ। হাড়ভাঙা শীতের দাপটে তাই সারাদেশের পাশাপাশি ক’দিন ধরেই ঠান্ডা হাওয়া বইছে রাজধানীতে। এতে প্রায় ৫ থেকে ৬ ডিগ্রি কমেছে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া উত্তরের জনপদেও তাপমাত্রা কমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
রাজধানীতে হঠাৎ করেই শীতের তাপমাত্রা কমেছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, প্রচণ্ড কুয়াশা ও এর ফলে সূর্যের দেখা না পাওয়া এবং রাতের তুলনায় হঠাৎ করেই দিনের তাপমাত্রা কমায় হুট করেই ঢাকার তাপমাত্রা কমেছে। এসব কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায়ও বেশ ব্যবধান সৃষ্টি হয়েছে। আর এতেই বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। সেই সঙ্গে থাকতে পারে শীতের তীব্রতাও। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, মঙ্গলবার দেশের অনেক জায়গায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এছাড়া ঢাকায় দিনের তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরমধ্যে মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যেখানে আগের দিন একই সময়ে রাজধানীর তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এছাড়া আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লা ও রাজশাহীর বদলগাছীতে, ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ১২ থেকে ২৩ ডিগ্রির ঘরে উঠা-নামা করেছে। আর এই দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিএনএনিউজ২৪/ এমএইচ