দিনাজপুর : দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত শিউলী বেগম (২২) নামে এক নারীকেও পুলিশ আটক করেছে।
দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম প্রসব ব্যাথা নিয়ে রোববার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। সোমবার সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। মঙ্গলবার(৪জানুয়ারি) দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান। সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরার বোন নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে সটকে পড়েছেন অপরিচিত ওই নারী। পরে তাদের চিৎকার চেচামেচিতে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।
বিষয়টি কোতয়ালী থানাকে জানালে নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রাখে পুলিশ। দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটি। সেই সাথে আটক করা হয় শিউলী বেগম (২২) নামে এক নারীকে। শিউলী ওই এলাকার মোঃ মোস্তাফিজুর রহমানের স্ত্রী। শিউলী’র প্রথম ঘরে দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের সাথে দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হলেও এখনো সন্তান হয়নি।
লালন-পালনের উদেশ্যেই নবজাতকটিকে কৌশলে হাসপাতাল থেকে শিউলী নবজাতক চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
হাসপাতাল থেকে নবজাকত চুরির ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলেও হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ঘটনার দায় চাপান নবজাতকের অভিভাবকদের ওপর। তিনি বলেন, অভিভাবকের অসচেতনার কারণে নবজাতকটি চুরি হয়।
তবে,স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হচ্ছিলো তাদের।
হাসপাতালে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, নবজাতকটি বর্তমানে মায়ের কাছে সুস্থ ও ভালো রয়েছে।
আরও পড়ুন : কয়েকশ’ মানুষ দেখেই খেই হারিয়ে ফেলেছেন বিএনপি নেতারা : তথ্যমন্ত্রী
বিএনএ নিউজ ২৪, শাহ্ আলম শাহী, জিএন