বিএনএ বিশ্ব ডেস্ক: একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৫৪ লাখ ৬৫ হাজার ৩৪৪ জনের মৃত্যু হলো।
একই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১২ লাখ ৩৯ হাজার ৩শ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯১০ জন। গত একদিনে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৩ লাখ ৭১ হাজার ১৮৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭১১ জনে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়াতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। দেশটিতে ১৬ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্তের বিপরীতে মারা গেছে ৮৩৫।
যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৭৬৬ এবং মারা গেছে ৬৩৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৪৬১ এবং মারা গেছে ২৭০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৫৮ এবং মারা গেছে ৪২ জন।
জার্মানিতে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৩৪৫ এবং মারা গেছে ১৯৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০৪ এবং মারা গেছে ১১৪ জন। ব্রাজিলে মারা গেছে ৭৪ এবং সংক্রমিত হয়েছে ১১ হাজার ৮৫০ জন।
ভারতে একদিনে ১২৩ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৫ হাজার।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৬০, ভিয়েতনামে ১৯০, পোল্যান্ডে ৯, হাঙ্গেরিতে ২৪৮, মেক্সিকোতে ১৯ জন এবং সাউথ আফ্রিকায় ৮৪ জন মারা গেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিএনএনিউজ/আরকেসি