21 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


বিএনএ, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ওই ব্যবসায়ীর টাকা লুট করে নিয়ে যাওয়া হয়।সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম লতিফ উল্লাহ (৩৬)। তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের পুত্র।

স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসী এসে ধারাল অস্ত্র দিয়ে  লতিফ উল্লাহকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চকরিয়া থানার ওসি ওসমান গণি বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ