28 C
আবহাওয়া
১১:৫০ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৫
Bnanews24.com
Home » নাইজারের দু’টি গ্রামে সন্ত্রাসী হামলায় ১শ’ জন নিহত

নাইজারের দু’টি গ্রামে সন্ত্রাসী হামলায় ১শ’ জন নিহত

নাইজারের দু’টি গ্রামে সন্ত্রাসী হামলায় ১শ’ জন নিহত

বিএনএ, বিশ্ব ডেস্ক : নাইজারের পশ্চিমাঞ্চলীয় দু’টি গ্রামে ‘সন্ত্রাসীদের’ হামলায় প্রায় ১শ’ জনের মত নিহত হয়েছে। জিহাদিদের ব্যাপক তৎপরতা থাকা তিলাবেরি অঞ্চলে বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। রোববার (৩ জানুয়ারি) স্থানীয় মেয়র এসব তথ্য জানান।

উভয় গ্রাম দেখভাল করা তন্দিকিবিন্দি জনগোষ্ঠীর মেয়র আলমোউ হাসানি বলেন, শনিবার তচমা বানগোউ ও জারুমাদারায়ি গ্রামে প্রায় ১শ’ মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালায়। এসময় তচমা বানগোউ গ্রামে ৭০ জন এবং জারুমাদারায়ি গ্রামে ৩০ জন নিহত হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ