26 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » খাদ্য নিরাপত্তা,পুষ্টি এবং মাইগ্রেশনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী উন্নয়ন সহযোগী দেশ সমূহ

খাদ্য নিরাপত্তা,পুষ্টি এবং মাইগ্রেশনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী উন্নয়ন সহযোগী দেশ সমূহ

ফারুক ই আজম


ঢাকা : অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক- এর সাথে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গোয়েন লুইস তার বক্তব্যের শুরুতেই উপদেষ্টাকে ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যা মোকাবিলা-সহ সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁর নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের একটি দল কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে। তারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি কার্যক্রম এবং মাইগ্রেশনের বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক্ষেত্রে উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব গ্রহণ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


উপদেষ্টা জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাংলাদেশে তাদের ভূমিকা বিশেষত দুর্যোগ মোকাবিলায় সহায়তায় জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সমন্বয়কের দায়ি়ত্ব পালন করায় UNHCR কে ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্যান্য দুর্যোগে আগাম প্রস্তুতির সুযোগ থাকলেও ভূমিকম্প মোকাবিলায় এ সুযোগ খুবই কম। এ ক্ষেত্রে উদ্ধার কার্যক্রমের যথাযথ প্রস্তুতি এবং সেচ্ছাসেবকগণের প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করতে UNRC ভূমিকা রাখতে পারে। তাছাড়া Earth Warning এর বিষয়েও যৌথভাবে কাজ করার জন্য উভয়পক্ষ একমত পোষণ করেন।


এছাড়াও বৈঠকে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ