বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপির আহবায়ক কমিটি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।
দলকে তৃণমৃল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে থানা ও ওয়ার্ডে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলপ্ত ঘোষণা করা হয় বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে বলে জানান মহানগর বিএনপির এই আহবায়ক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই আমাকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম মহানগরে মেয়াদোত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। দ্রুত বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।
এছাড়া সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার বিষয়টি। ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার নিন্দা জানান নেতৃবৃন্দ।
ভারতের ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রের অপচেষ্টা রুখে দিতে দিতে হবে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ