19 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আইনজীবী হত্যায় পুলিশের আবেদনে ৯ আসামি শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামে আইনজীবী হত্যায় পুলিশের আবেদনে ৯ আসামি শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামে আইনজীবী হত্যায় পুলিশের আবেদনে ৯ আসামি শ্যোন অ্যারেস্ট

বিএনএ,চট্টগ্রাম: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৯ জন আসামিকে শ্যোন অ্যারেস্ট বা গ্রেফতার দেখিয়েছেন আদালত।গ্রেফতার দেখানো আসামিরা হলেন- রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মুন মেথর, রাজীব ভট্টাচার্য্য ও দুর্লভ দাস।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

এদিন বিকেলে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের হাজত খানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। এসময় আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। তারা ইসকন নিষিদ্ধ করার দাবিসহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত অঙ্গনে। চিন্ময়কে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে তার অনুসারীরা বিক্ষোভ করেন। পুলিশ ও বিজিবি লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে ওইদিন বিকেলে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে। গত ২৯ নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে মামলা করেন।

৯ আসামি শ্যোন অ্যারেস্টের বিষয়টি নিশ্চিত করে সিএমপির এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে ৯ আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয় আদালতে। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ