বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায়গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক তথ্যটি নিশ্চিত করেছেন। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।৫২ দিন ধরে গাজায় বিদ্যুৎ নেই।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা।
৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ১০ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।
বিএনএ/ ওজি