24 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

বিএনএ,কুবি: মেতে উঠেছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা। তারই ধারাবাহিকতায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন হলের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীদের মধ্যেও।

সুপার সিক্সটিনে জয়ের প্রত্যাশায় কাতার বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন হলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অলি-গলি ও চত্বরে স্লোগানে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস । পরে আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তারারাতবির হোসেন পাপন মিয়াজি বলেন, ফুটবলে আর্জেন্টিনা এক অপ্রতিরোধ্য পরশক্তি। সেটা তাদের সর্বশেষ খেলায় আবারো প্রমাণিত। জয়ের ধারা বজায় রেখে এই বিশ্বকাপ ফুটবল সৌন্দর্যের অনিন্দ্য রুপকথার রাজকুমার মেসির হাতেই উঠবে বলে আমি মনে।

দলের প্রতি শুভকামনা জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী সিফাত ফয়েজ বলেন, অন্যান্য বারের তুলনায় এবারের আর্জেন্টিনা টিম রক্ষণ, মাঝমাঠ এবং ফরোয়ার্ড লাইন সবমিলিয়ে দুর্দান্ত একটা টিম। টিম কম্বিনেশনও যথেষ্ট ভালো। লিওনেল মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, তিনি চাইবেন শেষটা সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরে রাঙাতে। আমরা আশাবাদী এবারের সোনালি ট্রফিটা লিওনেল মেসির হাতে উঠবে।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ